আপওয়ার্কে কীভাবে প্রোফাইল বানাবেন ?

প্রথমে আপনার ব্রাউজার থেকে www.upwork.com এ গিয়ে sign up এ ক্লিক করুন । এরপর freelance contractor সিলেক্ট করুন ( ব্রাউজারের কারনে নানা রকম ইন্টারফেস আসতে পারে । এটা কোন চিন্তার ব্যাপার নয় । আমি গুগল ক্রম ব্যবহার করেছি ) । আপনি contractor signup সিলেক্ট করে নিচের ফর্ম ফিলাপ করুন এরপর continue দিন । এখন নতুন পেজ এলে  Verify your email address এ ক্লিক করে আপনার  ইমেইল এ যান এবং সেখানে একটা লিংক রয়েছে দেখুন । এবার সেই লিংকে ক্লিক করুন ।


এবার নতুন পেজে click here to continue দিন । এখন fill out contract information ক্লিক করুন । একটা ফর্ম আসবে । সেটা পুরন করে save & continue দিন । এখন complete your upwork profile এ ক্লিক করুন । এবার আরেকটা পেজ এলে Job category থেকে আপনি যেসকল কাজগুলো জানেন সেগুলো সিলেক্ট করুন । (Click here) আপনি একদম নতুন হলে blog & article writing, data entry, personal assistant, email response handling, ইত্তাদি সিলেক্ট করে দিন । নিচের দিকে Primary Role থেকে data entry professional সিলেক্ট করতে চাইলে করতে পারেন । Desired Hourly Rate এ ১ কিংবা ২ সিলেক্ট করুন । Availability তে সপ্তাহে কত ঘণ্টা সময় দিতে পারবেন সেটা সিলেক্ট করুন । এখন Title এ Internet, Facebook, Twitter, Google Plus ইত্যাদি লিখে দিন । এখন save & continue করুন । এখন accept the Upwork user agreement ক্লিক করুন । নতুন পেজে I Agree to the Terms & Condition বাটনে টিক চিহ্ন দিয়ে save & continue তে ক্লিক করুন । My contractor profile এ my account summary এ Title, Portrait, Personal Email ইত্যাদি লেখা আছে ।

Portrait এর ডান পাশ থেকে My Portrait এ ক্লিক করে নিজের ছবি দিন । এটা করলে আপনার প্রোফাইল ২০ শতাংশ সম্পন্ন হবে । প্রোফাইল যত বেশি সম্পন্ন থাকবে সপ্তাহে ততবেশি জবে আপ্লাই করতে সক্ষম হবেন । এখন UpWork Ready থেকে Take the Upwork Readiness Test এ যান । নিচের লেখাগুলো মন দিয়ে পড়ুন এবং Ready to take the test এ ক্লিক  করুন । Click Here

Upwork এর নিয়মে ৪০ মিনিটে প্রায় ১১ টি প্রশ্নের উত্তর দিতে হবে । এই প্রশ্নের সকল উত্তর সঠিক থাকলে সেটা আপনার প্রোফাইলে লেখা থাকবে । যদি ফেইল করেন তাহলে লেখা থাকবে না । কিন্তু আপনি বারবার এই টেস্ট দিতে পারবেন ।

পরিক্ষায় পাস করার পর সপ্তাহে ১০ টি জবে আপনি আপ্লাই করতে পারবেন । আপনি এবার My contractor profile এ চলে যান । Add a skill এ ক্লিক করে নতুন নতুন skil যুক্ত করুন । যারা নতুন তারা facebook, twitter, ms office, powerpoint, article writing ইত্তাদি যুক্ত করতে পারবেন। এখন প্রোফাইলে ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে এরকম লেখা আসবে । এখন Add Employment History তে আপনি আগে কোন জব করে থাকলে সেটা যুক্ত করতে পারবেন । আপনি অনলাইন জব করেছেন কিনা এরকম নাও হতে পারে । যেকোনো জব হলেই হল । মূলকথা হল, আপনাকে সেই ঘরটা পুরন করে রাখতে হবে ।

আপনার যদি জব অভিজ্ঞতা নাও থাকে তাহলেও চিন্তা নেই । নিচে My Public Profile এ ক্লিক করে নতুন পেজ এলে Edit করে আপনার Years of Experience যুক্ত করুন । আপনার যেকোনো কাজের অভিজ্ঞতা আপনি এখানে শেয়ার করতে পারেন । English অপশনে গিয়ে ইংরেজি কেমন জানেন সেটাও লিখে দিবেন । এখানে আপনি মাত্রা অনুযায়ী দিতে পারেন । ১ থেকে ৫ পর্যন্ত । নিচে Objective থেকে আপনার কাজের অবজেক্টিভ লিখুন । যদি বুঝতে না পারেন কি লিখবেন তাহলে নিচে Example এ ক্লিক করুন । সেখান থেকে উদাহরন দেখে নিতে পারেন। কি কি লিখলে প্রোফাইল সুন্দর হবে সব দেয়া রয়েছে । আপনি কোন প্রোগ্রামিং ভাষা জানলে সেগুলো বলতে পারেন এখানে । আপনি যদি এসব না জানেন তাহলে লিখুন কতদিন ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করছেন । আপনি কত দ্রুত টাইপ করতে পারেন সেটাও একটা বিশাল ব্যাপার । অনেকেই দ্রুত টাইপ করতে পারে না । এখন আপনার প্রোফাইল আরও ১০ শতাংশ বাড়বে ।

এবার Education এ ক্লিক করে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখে দিন । Portfolio Objectives এ আগে কোন কাজ করে থাকলে সেটা লিখে দিন । যদি আপনার কোন কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে সরাসরি একটা ব্লগ কিংবা ওয়ার্ডপ্রেস সাইট করুন । সেখানে একটা পোস্ট দিন । এরপর সেটার লিংক এখানে দিন । (click here) এতে করে আপনার প্রোফাইল ভারী হবে । এতে কাজ পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে । Others Experience এ আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে কিংবা ফেসবুক পেজ থাকে তাহলে সে সম্পর্কে বলতে পারেন । আর যদি কিছুই না থাকে তাহলেও সমস্যা নেই । এটা পুরন করা তেমন জরুরী নয় ।

Certifications কোনকিছু দিতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই । এবার দেখুন আপনার প্রোফাইল পরিধি বেড়ে গেছে । আরও পরিধি বাড়াতে চাইলে www.upwork.com/tests ঠিকানায় চলে যান আর আরও কিছু টেস্ট দিয়ে ফেলুন । এতে আপনার প্রোফাইল ভারী হওয়ার সাথে আপনার অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে । মনে রাখুন, এই পৃথিবীতে কোন শিক্ষাই বৃথা যায় না। জীবনের কোনপ্রান্তে যেকোন কাজ আপনার দরকার হবেই । এবার যখন আপনি আরও কিছু টেস্ট দিবেন তখন আপনি সপ্তাহে ২০ টার মত জবে আপ্লাই করতে পারবেন । Basic English Test, Ms word test, English Spelling test, Windows XP Test গুলো খুবই সহজ । এগুলো দেয়ার দ্বারা আপনি সহজেই ভালো মার্ক পাবেন । পরিক্ষা দেয়া আপনার ইচ্ছার উপর নির্ভরশীল । কেউ আপনাকে জোর করবে না । তবে যার যত সার্টিফিকেট থাকে তার দাম ততবেশি সেটা আমরা সবাই জানি ।

উপরে সকল সেটিংস আপনি চাইলে বারবার পরিবর্তন করতে পারবেন । যেখানে পরিবর্তন করতে চান তার পাশে লিখা থাকে Edit Profile । এটা খুঁজে না পেলেও সমস্যা নেই । আপনি সরাসরি Find Work ক্লিক করলেই সব পাবেন ডানদিকে । এখানে ক্লিক করলে সবকিছু বারবার পরিবর্তন করতে পারবেন ।

আপনার প্রোফাইল দেখতে কেমন হল সেটা নিশ্চয় আপনার দেখতে ইচ্ছা করছে ? Find Work এ ক্লিক করে নিচে ডানদিকে দেখুন your profile completeness এর একটু নিচে লেখা রয়েছে Your Public Profile - এখানে ক্লিক করলেই সবকিছু দেখতে পাবেন খুব সহজেই ।

আমি খুব শর্টকাটে আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি । কিন্তু চেষ্টা করেছি একজন নতুন ইউজার যেন ছবি দেখা ছাড়াও খুব সহজে এটা পড়ে কাজ করতে পারে । ভালো লাগলে আপনার বন্ধুর সাথে এটা শেয়ার করতে পারেন । আর ব্লগ বুকমার্ক করে রাখুন আরও নতুন নতুন লেখা পেতে । ধন্যবাদ ।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.