Online Earning

Data Entry Job
আমরা অনেকেই ফেসবুক, টুইটার, ভাইবার বা অন্যান্য সোস্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে সময় ব্যয় করি। কিন্তু তাতে আমাদের কোন আয় হয়না। আমরা যদি কিছু সময় বের করে কোন কাজে লাগাই তাহলে কিছু টাকা আয় হয়। আমরা চাইলে ফুলটাইম বা পার্টটাইম ডাটা এন্ট্রি করে কিন্তু প্রতিমাসে ঘরে বসেই ১০,০০০/= থেকে ১২,০০০/= টাকা আয় করতে পারি। কিভাবে আয় করবেন তা বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি ভালো করে পড়ুন।

ডাটা এন্ট্রি কি?
ডাটা এন্ট্রি হচ্ছে কোন তথ্য টাইপ বা লেখা। অর্থাৎ কোন দেওয়া তথ্য দেখে দেখে টাইপ করে দেওয়া। এই ডাটা এন্টি করে কিন্তু হাজার হাজার মানুষ ঘরে বসেই ইন্টারনেটে থেকে টাকা আয় করছে। এটি স্বপ্ন নয় বরং বাস্তব।

ডাটা এন্ট্রি করতে কী কী লাগবে?
 ডাটা এন্ট্রি করতে কিন্তু আপনাকে বিশেযজ্ঞ হওয়া লাগবেন। আপনাকে একটি কম্পিউটার বা ল্যাপটপ না মোবাইল ইন্টারনেট কানেকশন সহ থাকতে হবে। ইন্টারনেট কানেকশনটি যেন মোটামুটি ভালোমানের স্পীড বা গতি থাকে। আপনি এনড্রয়েন মোবাইল বা কোন প্যাডেও টাইপ করতে পারবেন। আর আপনার টাইপ স্পীড যতই দ্রুত হবে ততই টাইপ করতে পারবেন। ততই অন্যদের চেয়ে বেশি আয় করতে পারবেন। টাইপ করার সময় চেষ্টা করতে হবে যাতে নির্ভূল হয়। কারণ নিভূল হলে আপনার কোন টাকা কাটা যাবেনা। ভূল হলে ভূল টাইপের জন্য কোন টাকা দেওয়া হয়না। অর্থাৎ যেকয়টি ভূল করবেন সে কয়টির জন্য কোন টাকা পাবেন না। মনে করুণ আপনি ১০০ টি ক্যাপচা টাইপ করেছেন এর মধ্যে ৫ টি ভূল করেছেন বাকী ৯৫ টি সঠিক টাইপ করেছেন। তাহলে ৯৫ টির জন্য টাকা পাবেন বাকী ৫ টির জন্য কোন টাকা পাবেন। বিষয়টি একদম সাধারণ।

কিভাবে একাউন্ট করবেন?
 প্রথমে আপনার নামে একটি একাউন্ট খুলতে হবে। এখানে একাউন্ট করুন।
http://2captcha.com/?from=1809181
উপরে যে link এ যাবেন একটি পেজ দেখতে পাবেন। পেজটি ভালো করে পড়ুন। এবার পেজটির ডানপাশে উপরে দেখুন Log in এবং Register বাটন আছে। প্রথমে একাউন্ট তৈরি করার সময় রেজিস্ট্রেশন করতে হয় তারপর প্রতিবারে আপনাকে লগইন করে প্রবেশ করতে হবে। এখন নতুন একাউন্ট করার জন্য Register বাটনে ক্লিক করুণ।
Register বাটনে ক্লিক করার পর ইমেইলের ঘরে আপনার ইমেইল এড্রেসটি নির্ভূলভাবে লিখুন। তারপর আপনার নিজের মত করে একটি পাসওয়ার্ড দিন। পরের রিপিট পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড আবার লিখুন। এবার I’m not a robot এর পাশে টিক দিন। তারপর নিচে Register বাটনে ক্লিক করুণ।
উপরের শর্তগুলো দেখে ভলো করে পড়ে নিবেন। তারপর I agree with the Terms এর ডানপাশে টিক দিন। সবশেষে START বাটনে ক্লিক করুণ। বাস আপনার একাউন্ট এখন রেডি।
বামপাশে My Account এ ক্লিক করুণ। এখন আপনার নামের প্রথম অংশ, নামের শেষ অংশ তারপর নামের মধ্য অংশ থাকে যদি তবে তা পুরণ করুণ। তারপর আপনার মোবাইল বা ফোন নম্বর লিখুন। সবশেষে দেখুন Save বাটন আছে। Save বাটনে ক্লিক করুণ। আপনার নামের সব তথ্য সেভ হয়ে গেলো।
কিভাবে ডাটা এন্ট্রি বা ক্যাপচা টাইপ করবেন?
 প্রথমেই বলেছি ডাটা এন্ট্রি বা ক্যাপচা টাইপ করা কিন্তু কোন কঠিন কাজ নয়। শুধুমাত্র টাইট জানলেই হলো।উপরে দেখুন Start Work নামে একটি বাটন আছে। কাজ শুরু করার জন্য Start Work বাটনে ক্লিক করুণ। তারপর Start, Sound On, Only Normal, Only Normal and Recaptcha নামক কয়েকটি অপশন আছে। সেখান থেকে Only Normal টা সিলেক্ট করে কাজ শুরু করুণ। কারণ Only Normal and Recaptcha টা তুলনামূলক একটু কঠিন বটে। তবে কোন সমস্যা নেই। আপনার ইচ্ছামত পছন্দ করে কাজ শুরু করুণ। উপরের ছবিতে দেখতে পাচ্ছেন ইংরেজিতে কয়েকটি বর্ণ। এই বর্ণগুলিকে দেখে দেখ সঠিক ভাবে টাইপ করে সেন্ড করুণ বা এন্টার চাপুন। এভাবে একের পর এক আসতে থাকবে আর আপনি টাইপ করে সেন্ড বা এন্টার বাটন চাপবেন।
প্রত্যেকটি ক্যাপচার জন্য ১০ সেকেন্ড সময় থাকে। এই ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে টাইপের কাজ শুরু করতে হবে। CAPTCHAs entered: 0. এখানে আপনি দেখতে পাবেন এতক্ষত যতগুলো টাইপ করছেন তার সংখ্যা।আপনার একাউন্টে ১ ডলার আয় হলেই টাকা উঠাতে পারবেন। তবে ১ ডলার হলে না উঠিয়ে ৫-৬ ডলার বা তার চেয়ে বেশি হলেই উঠানো ভালো । যখন আপনি টাকা উঠাতে চাইবেন তখন Request Payout এ ক্লিক করবেন। Payza তে আপনার একাউন্ট না থাকলে টাকা উঠানোর আগে একটি পেইজা একাউন্ট করে নিন। এরপর Payza সিলেক্ট করে নিচে পেইজার জন্য আপনার ইমেইলটি লিখবেন। তারপর Next এ ক্লিক করে কনফার্ম করবেন। তারপর টাকা পেমেন্টের কনফার্ম পাবেন আপনার ইমেইলে। পেমেন্ট নিয়ে এরা কোন ঝামেলা করেনা।কারো কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন-আশা রাখি সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো লাগলে এবং আপনি পেমেন্ট পেলে অন্যের জন্য পোস্টটি শেয়ার করতে ভূলবেন না।
Phone: 01757762970
FB: Freelancer Lemon
Theme images by merrymoonmary. Powered by Blogger.